দিল্লি টসে হেরে প্রথমে ব্যাট করে পাঞ্জাবের জন্য লক্ষ্য রাখে ১৫৮ মাইক আগরওয়ালের ব্যাটিং তান্ডবে সেই লক্ষ্য প্রায় ছুঁয়েই ফেলেছিলো পাঞ্জাব। জয়ের জন্য যখন ১ রান দরকার তখন ম্যাচে আসে চরম নাটকীয়তা।
৮৯ রানে ব্যাট করা আগরওয়াল বড় শটে দ্রুতই জয় নিজেদের করতে চেয়ে সীমানায় তালুবন্দি হন। শেষ বলে ১ রান দরকার, নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান শর্টে দাড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়লে ম্যাচ টাই হয়।
সুপার ওভারে দিল্লির লক্ষ্য ছিল মাত্র ৩ রান। সামি প্রথম বলে ওয়াইড আর পরের বলের ২ রান নিয়ে সহজ জয় নিজেদের নামে করে নেয় রাজধানীর দলটি। খেলাটি মোটেও এতোটা সহজ ছিল না।
সুপার ওভারে প্রীতি জিনতার পাঞ্জাব মাত্র ৩ বল টিকতে পেরেছিলো। ২য় ও ৩য় বলে দুই উইকেট হারিয়ে পরাজয়ের গ্লানি মেনে নিতে হয় পাঞ্জাবকে। - আমাদের সময়