শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতিতে নিজেদের কমতি রাখছেনা বিসিবি। যেকারণে আগের সূচি অনুযায়ী দ্বিতীয় দফা সব ক্রিকেটার ও কোচিং স্টাফের করোনা টেস্টও সম্পূর্ণ করেছে। যেখানে বড় স্বস্তির খবর, জাতীয় দলের ২৭ ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সব সদস্যই করানো পরীক্ষায় উতরে গেছেন।
আজ বরিবার দুপুরের মধ্যে বিসিবি নির্ধারিত টিম হোটেলে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে উঠে যাবে ক্রিকেটাররা। দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প। সফর নিশ্চিত হলে শ্রীলঙ্কার বিমানে ওঠার আগে আরও দু’দফা করোনা পরীক্ষা নেয়া হবে সকলের।
শুক্রবার নমুনা দেয়া জাতীয় দলের ১৮ ক্রিকেটারের সবাই উতরে যান পরীক্ষায়। শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় ১৮ জনই কোভিড-১৯ নেগেটিভ। ফল পেতে সময় লাগে ২৪ ঘণ্টার বেশি।
শনিবার নমুনা দেয়া প্রাথমিক দলের বাকি ৯ ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্যদের ফল পেতে অত সময় লাগেনি। শনিবার দিবাগত রাত একটার দিকে হোয়াটস অ্যাপ মিডিয়া গ্রæপে বিসিবি জানায়, বাকি সবারও নেগেটিভ হওয়ার খবর।
আগেও একবার করোনা পরীক্ষা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফদের। তাদের মধ্যে পজিটিভ হন ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লি। সাইফ দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ হয়েছিলেন। আর লি নেগেটিভ হওয়ায় মাঠের কাজ শুরু করে দেন। রোববার থেকে সাইফও শুরু করবেন অনুশীলন।
করোনা মহামারির এই সময়ে খেলা শুরুর প্রথম শর্তই হচ্ছে খেলোয়াড়দের বায়ো-সিকিউর বাবলের মধ্যে থাকা। শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও রোববার ঢুকে পড়ছে জৈব-নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। - আমাদের সময়