রবিবার থেকে টিম হোটেলে উঠবে টাইগাররা

ক্রিকেট দুনিয়া September 19, 2020 1,140
রবিবার থেকে টিম হোটেলে উঠবে টাইগাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত এখন নির্ভর করছে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের শর্তের কথা শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) বিবেচনার জন্য জানিয়ে দিয়েছে।


দুই দিন পেরিয়ে গেলেও লঙ্কান বোর্ড এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি। সফর চুড়ান্তের সিদ্ধান্ত এসএলসি থেকেই আসতে হবে। তার জন্যই এখন অপেক্ষা করছে বিসিবি। তারপরও ইতিবাচক মনে করে সফরের আগের সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে বিসিবি।


ইতিমধ্যেই ক’রোনা টেস্ট করানো হয়েছে ক্রিকেটারদের। আজ রিপোর্ট পাবে বিসিবি। এরপর নেগেটিভ হওয়া ক্রিকেটাররা উঠবেন টিম হোটেলে। সবকিছু ঠিকঠাক থাকলে আবাসিক ক্যাম্প করতে ক্রিকেটাররা হোটেলে উঠবেন আগামীকাল ২০ সেপ্টেম্বর।


এ বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে শুক্রবার (১৮ সেপ্টেম্বর)। শনিবারের ফলাফলে করোনা নেগেটিভ ক্রিকেটাররা টিম হোটেলে উঠবেন।


ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট আজ পাওয়া যাবে। যারা নেগেটিভ হবেন কেবল তারাই টিম হোটেলে উঠবেন। টিম ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও তাই। ”


সূত্রঃ স্পোর্টসজোন২৪