ইংলিশ ক্লাব সমারসেটের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে খেলছেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। বুধবার গ্ল্যামারগনের বিপক্ষে ৬২ বলে ১১৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেই ইনিংসে টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন বাবর।
পাঁচ হাজার রানের রেকর্ড তালিকায় সবার উপরে ক্রিস গেইল। তার লেগেছে ১৩২ ইনিংস। এরপর ১৪৪ ইনিংসে দ্বিতীয় স্থানে আছেন মার্শ। এক ইনিংস বেশি খেলে (১৪৫) বাবর আছেন তৃতীয় স্থানে। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে অ্যারন ফিঞ্চ (১৫৯) ইনিংস এবং মাইকেল ক্লিংগার ১৬২ ইনিংস।
• একনজরে টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকা–
১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ১৩২ ইনিংস
২. শন মার্শ (অস্ট্রেলিয়া) – ১৪৪ ইনিংস
৩. বাবর আজম (পাকিস্তান) – ১৪৫ ইনিংস
৪. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ১৫৯ ইনিংস
৫. মাইকেল ক্লিংগার (অস্ট্রেলিয়া) – ১৬২ ইনিংস
সূত্রঃ স্পোর্টসজোন২৪