ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ আইপিএলই টি-টুয়েন্টি ক্রিকেটকে জনপ্রিয় করে তুলেছে। তৈরি করেছে বহু তারকা ক্রিকেটার। আইপিএলে সাকিব ছাড়া বাংলাদেশি ক্রিকেটাররা নাই বললেই চলে।
তবে কি কারণে টাইগার ক্রিকেটাররা জমজমাট এই লিগে সুযোগ পাননা? এমন প্রশ্নে টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, বাংলাদেশে সে রকম টি-টোয়েন্টি খেলোয়াড়ও নেই। যারা আইপিএল মাতাতে পারেন। সেই সাথে স্ট্রাইক রেটও ভালো না বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে জানিয়েছেন তিনি।
আশরাফুলের ভাষায়, “সাকিব একটা সময়ে আইপিএল মাতিয়েছে। এবার ও নেই। খুব ভাল ভাবে বিশ্লেষণ করলে দেখবেন, বাংলাদেশে সে রকম টি-টোয়েন্টি খেলোয়াড়ও নেই। এছাড়া বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট কম খেলে। তা ছাড়া অল্প কয়েকটা টি টোয়েন্টি ম্যাচ খেলে ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা পাওয়া যায় না।”
“আইপিএল-এর মতো টুর্নামেন্টে জায়গা পেতে হলে অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। প্রথমত খুব ভালো স্ট্রাইক রেট হতে হয়। তামিম ইকবালও দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির কোচই বিদেশি।
তাঁরা আবার তাঁদের চেনা, পছন্দের ক্রিকেটারকেই দলে পেতে চান। ফলে আমাদের খেলোয়াড়দের দল পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।”– যোগ করেন তিনি। - স্পোর্টসজোন২৪