সেই ছোট্ট ইয়ামিনকে ‘উপহার’ দিলেন মুশফিক

খেলাধুলার বিবিধ September 16, 2020 2,268
সেই ছোট্ট ইয়ামিনকে ‘উপহার’ দিলেন মুশফিক

ক’রোনাভাইরাস মহামারির কারণে থমকে আছে ক্রীড়াঙ্গন। এর মধ্যেই গত শুক্রবার রাজধানীর পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার একটি দৃশ্য নজর কেড়েছে সবার। মাদরাসা ছাত্র শেখ ইয়ামিন সিনান (১১) কবি নজরুল ক্রিকেট একাডেমিতে ক্লাস করতে আসে।


ঐদিনও সিনানকে ক্রিকেট ক্লাসে নিয়ে এসেছিলেন মা ঝর্ণা আক্তার। কিন্তু তখনো বন্ধুরা কিংবা প্রশিক্ষক না আসায় মাকে নিয়েই নেট প্র্যাকটিস শুরু করে দেয় সিনান। বোরখা পরিহিতা ঝর্ণা আক্তারকে ব্যাটিংয়ে পাঠিয়ে কিছুক্ষণ বোলিং করে সে। এবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মা ও ছেলে।


আর সেই ক্রিকেট পাগল মা ও ছেলের সাথে দেখা করলেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ইয়ামিনকে নিজের নাম লেখা একটি জার্সি, ব্যাটিং গ্লাভস, নিজের স্বাক্ষরিত ব্যাটসহ কিছু উপহার দেন মুশফিক। সেইসঙ্গে মা-ছেলের সঙ্গে কিছু ছবিও তোলেন তিনি।


তাকে নিয়ে গণমাধ্যমকে মুশফিক বলেন, “আমি চাই তুমি আমার চাইতেও বড় হও। তোমার একটা আশা পূরণ হয়েছে আমার সাথে দেখা করা। তোমার আরেকটা আশা বাকি আছে। এমন কিছু করতে হবে যেন উনি তোমাকে ডাকে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪