শ্রীলঙ্কার কঠিন শর্তে টেস্ট খেলা সম্ভব নাঃ পাপন

ক্রিকেট দুনিয়া September 14, 2020 1,244
শ্রীলঙ্কার কঠিন শর্তে টেস্ট খেলা সম্ভব নাঃ পাপন

শ্রীলঙ্কা সফরে যেতে বিসিবিকে যেসব শর্ত দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড সেসব মেনে টেস্ট সিরিজ খেলতে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


আজ (১৪ সেপ্টেম্বর) বিসিবিতে অনুষ্ঠেয় বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি বস। সেই সাথে তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা সফর না হলে দ্রুতই মাঠে ফেরানাে হবে ঘরােয়া ক্রিকেট ।


তিনি বলেন , ‘বাংলাদেশ ক্রিকেট দলকে তিন ম্যাচ সিরিজের জন্য যে শর্ত জুড়ে দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বাের্ড তা ইতিহাসে বিরল। এমন শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়। আর শ্রীলঙ্কা সফর না হলে দেশের ঘরােয়া ক্রিকেট ফেরানাে হবে খুব দ্রুত ।’


কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কান বোর্ডের দেওয়া নির্দেশনাকে কড়া ভাষায় অগ্রাহ্য করে পাপন জানান, ‘অন্যান্য দেশে সাত দিনের কোয়ারেন্টাইনের মধ্যে জিম, ট্রেনিং শুরু করতে পারে। ওদের প্রস্তাবে যেটা দেখলাম ১৪ দিন হোটেলের রুমের থেকেই বের হতে পারবে না।


খাওয়ার জন্য বের হতে পারবে না। ওরা কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। এটা ছেলে খেলা না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা যায় না।’


উল্লেখ্য, আগের ঘোষণা অনুযায়ী এ মাসের ২৭ তারিখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। ২৪ অক্টোবর প্রথম টেস্টে মাঠে নামতো দুই দল। - স্পোর্টসজোন২৪