শার্ট-প্যান্ট কোনোটারই পকেট নেই

দর্জি কৌতুক April 28, 2016 5,680
শার্ট-প্যান্ট কোনোটারই পকেট নেই

দরজির কাছে শার্ট-প্যান্ট বানাতে দিয়েছেন ব্যাংক কর্মকর্তা শফিক। যথা সময়ে তিনি তাঁর পোশাক বুঝে পেলেন। সব ঠিকঠাক আছে, শুধু শার্ট-প্যান্ট কোনো টারই পকেট নেই।


দরজিকে পাকড়াও করলেন শফিক, ‘কী হে, জামার পকেট কোথায়?’


দরজি উত্তর দিল, ‘ব্যাংক কর্মকর্তারা কখনো নিজের পকেটে হাত দেয় নাকি!