প্যান্ট সেলাই

দর্জি কৌতুক April 25, 2016 4,401
প্যান্ট সেলাই

এক লোকের প্যান্ট ফেটে গেছে। প্যান্ট সেলাই করতে সে গেল দর্জির কাছে। দর্জি সুন্দরমত লোকটির প্যান্ট সেলাই করে দিল__


তা দেখে লোকটি বেজায় খুশি হয়ে বললোঃ বাহ! দারুণ সেলাই করেন তো আপনি !তা কত দিতে হবে ভাই? দর্জি জবাব দিলোঃ ৫০০ টাকা দিবেন। লোকটি আর কথা না বাড়িয়ে চুপচাপ ১০০০ টাকা ধরিয়ে দিল দর্জিকে। দর্জি দারুণ অবাক হয়ে বললোঃ আর ৫০০ বাড়তি দিলেন কেন?

লোকটি মুচকি হাইসা কইলোঃ

> >

>

>

>

>

> "ভাই, দাম শুনে প্যান্ট আবার ফাঁইটা গেছে"