আর মাত্র ৬ দিন বাকি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৩ তম আসর। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ থেকে আইপিএলের ম্যাচ দেখা যাবে একাধিক চ্যানেলে।
তবে বাংলাদেশি একটিমাত্র চ্যানেল সরাসরি সম্প্রচার করবে আইপিএলের প্রতিটি ম্যাচ। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে আইপিএলের প্রতিটি খেলা। বাংলাদেশ থেকে এবারের আইপিএল দেখা যাবে অনলাইনে।
আইপিএলের সকল খেলা বাংলাদেশে সরাসরি অনলাইনে দেখতে পাবেন শুধুমাত্র র্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে! এছাড়াও ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস এর একাধিক চ্যানেলে দেখা যাবে আইপিএলের খেলা। শুধু তাই নয় বিভিন্ন ভাষায় আইপিএল সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট