কঠোর অনুশীলনের পর দুইদিনের ছুটিতে সাকিব

ক্রিকেট দুনিয়া September 12, 2020 4,203
কঠোর অনুশীলনের পর দুইদিনের ছুটিতে সাকিব

নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান বছরখানেক ধরে ক্রিকেটের বাইরে। তার বর্তমান ফিটনেস বা স্কিল সম্পর্কে কারোরই তেমন ধারনা নেই। তবুও নিলামে সাকিবের নাম রেখেছে লঙ্কান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, অনেক আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই সাকিবকে জাতীয় দলের হয়ে মাঠে নামিয়ে দিতে চায় বাংলাদেশ।


সেই লক্ষ্যে বিকেএসপিতে অনুশীলনও করে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব অবশ্য এই মুহূর্তে ছুটিতে আছেন। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর করোনা পরীক্ষা করিয়ে বিকেএসপিতে অনুশীলন করেছেন গত শনিবারে (৫ সেপ্টেম্বর)। পুরনো দুই গুরু নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্বাবধানে ফেরার প্রস্তুতি শুরু করেছেন সাকিব।


পাশাপাশি ফিটনেস উন্নতিতে তাকে সাহায্য করছেন বিকেএসপির অ্যাথলেটিকস কোচ আবদুল্লাহ হেল কাফী ও বক্সিং কোচ আরিফুল করিম। চার কোচের অধীনে কদিন ঘামঝড়া অনুশীলন করে বৃহস্পতিবার থেকে দুদিনের ছুটিতে আছেন সাকিব।


তথ্যটা জানিয়েছন, বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশরাফউজ্জামান। সাকিবের দুদিনের ছুটি শেষ হওয়ার হবে শনিবার। সে হিসেবে আগামী পরশু রোববার থেকে ফের অনুশীলন শুরু করার কথা তার। - আমাদের সময়