উত্তেজনাকর ম্যাচে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া September 12, 2020 1,567
উত্তেজনাকর ম্যাচে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ও স্টনিসের ব্যাটে অস্ট্রেলিয়ার করা ২৯৫ রানের টার্গেটে ইংলিশরা মাত্র ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও জনি বেয়ারেস্টো ও স্যাম বিলিংসের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের খুব কাছে চলে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৫ রানে থামতে হয়।


ইংলিশদের পক্ষে স্যাম বিলিংস প্রথম সেঞ্চুরি করেন। বিলিংস ১১০ বলে ১১৮ ও বেয়ারেস্টো ৮৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলহুড ৩ টি ও জ্যাম্পা ৪ টি করে উইকেট নেন। ইনিংসের শুরুতেই ৩ উইকেট নেওয়া হ্যাজেলহুড ম্যাচসেরা নির্বাচিত হন।


এর আগে ম্যানচেষ্টারে টসে হেরে ব্যাট করতে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১২৩ রানের মধ্যেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে সফরকারী দল। এরপর ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।


দারুন ব্যাটিংয়ে বড় জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন এই দুই ব্যাটসম্যান। দুজনেই তুলে নেন ফিফটি। দলীয় ২৪৯ রানে ম্যাক্সওয়ে বিদায় নিলে ভাঙে তাদের ১২৬ রানের জুটি। বিদায়ের আগে ৫৯ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।


অপরপ্রান্তে মিচেল মার্শও আর বেশিদুর এগুতে পারেননি। ১০০ বলে ৭৩ রানের ইনিংস খেলে বিদায় নেন ইনিংসের ৪৭তম ওভারে। শেষদিকে মিচেল স্টার্কের অপরাজিত ১২ বলে ১৯ রানে ৯ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।


ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট নেন জোফরা আর্চার ও মার্ক উড। এছাড়াও ২ টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন আদিল রশিদ।


সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ২৯৪/৯(৫০)

গ্লেন ম্যাক্সওয়েল ৭৭, মিচেল মার্শ ৭৩

মার্ক উড ৩/৫৪, জোফরা আর্চার ৩/৫৭।


ইংল্যান্ড ২৭৫/৯ (৫০)

বিলিংস ১১৮, বেয়ারেস্টো ৮৪

জাম্পা ৪/৫৫, হেজেলহুড ৩/২৬।


ম্যান অব দ্যা ম্যাচ হেজেলহুড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪