বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে ক্রিকেটারদের প্রথম ক’রোনা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ক’রোনা পজিটিভ এসেছে ওপেনার সাইফ হাসানের।
অর্থাৎ, তিনি নোভেল ক’রোনা ভাইরাসে আক্রান্ত। এছাড়া ট্রেনার ট্রেভর নিক লির দেহেও মিলেছে ভাইরাসের উপস্থিতি। বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র। যদিও বিসিবি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সংক্রমণের ঝুঁকি এড়াতে হুট করেই ক্রিকেটারদের ক’রোনা টেস্ট করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফায় ক’রোনা পরীক্ষার প্রথম দিনে মোট ১৭ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে, ক্রিকেটারদের মধ্যে ১ জনের দেহেই ভাইরাসের উপস্থিতি আছে। সাপোর্ট স্টাফের মধ্যে ক’রোনা মিলেছে একজনের দেহে (ট্রেনার)। - বিডিক্রিকটাইম