আজ বিকালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। আজ (মঙ্গলবার) বিকালে প্রধান কোচের সাথে বৈঠকে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে বৈঠকটি বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট দল থেকে বাইরে রয়েছেন। পারফরম্যান্সে কারণেই দল থেকে বাদ পড়েছিলেন তিনি। অবশ্য কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল আরো একটি সুযোগ পেতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু এখনো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে নিশ্চিত নন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহকে নিয়ে ক্রিকেট বোর্ডের মধ্যে তুমুল গবেষণা চলছে। একটা পক্ষ চাইছে, রিয়াদকে শুধু সীমিত ওভারের ক্রিকেটের জন্যই বিবেচনা করতে।
তাই মঙ্গলবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সাথে আলোচনা সাপেক্ষে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই। - বাংলাওয়াশক্রিকেট