সিপিএলের সেমিফাইনালে আজ মুখোমুখি পোলার্ড-রাসেল, স্যামি-পুরান

ক্রিকেট দুনিয়া September 8, 2020 5,292
সিপিএলের সেমিফাইনালে আজ মুখোমুখি পোলার্ড-রাসেল, স্যামি-পুরান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২০-এর দুই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় কাইরণ পোলার্ডের ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে আন্দ্রে রাসেলের জ্যামাইকা তালাওয়াস।


লিগ পর্বে ১০ ম্যাচের সবগুলো জিতে দুর্দান্ত ফর্মে কাইরন পোলার্ডের দল ত্রিনবাগো। তাদের সেমি প্রতিপক্ষ লিগ পর্বে তেমন ভালো করতে না পারলেও (১০ ম্যাচে ৭ পয়েন্ট) বেশ আলোচনা হচ্ছে তাদের আন্দ্রে রাসেলকে নিয়ে।


দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় পুরান – হেটমায়ারদের গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুকস। গ্রুপ পর্বে গায়ানা ও সেন্ট লুসিয়া জয় পেয়েছে সমান ৬টি করে ম্যাচে।


বৃষ্টিতে কোন কারণে কোন ম্যাচ যদি অনুষ্ঠিত হতে না পারে তবে আগামীকাল রিজার্ভ ডে তে গড়াবে ম্যাচটি। ১০ নভেম্বর সেমিফাইনালের দুই বিজয়ী দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪