জুয়াড়িদের দেওয়া প্রস্তাব গোপন রাখার কারণে গত বছর সব ধরনের ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। গত ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞা শেষ হবে তার। নিষেধাজ্ঞা থেকে ফিরেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে পারেন সাকিব আল হাসান। সেই লক্ষ্য নিয়েই কয়েকদিন আগে দেশে ফিরেছেন সাকিব।
০৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে কোচ নাজমুল আবেদীন এবং মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ক্রিকেট কর্মকাণ্ড শুরু করেছেন সাকিব। গুঞ্জন উঠেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকেই সাকিবকে দেখা যেতে পারে একাদশে। সাকিবের পরিবর্তে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মামুনুল হক।
সিরিজের মাঝপথে সাকিবকে একাদশে পেলে অবশ্যই খুশি হবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। সাকিবের ফেরা নিয়ে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ’কে ২৮ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ‘এটা খুবই স্বস্তির (সাকিবের ফেরা)। একজন তরুণ অধিনায়ক হিসেবে আমি খুবই ভাগ্যবান যে, সিরিজের মাঝপথে সাকিব ভাইকে পাবো। ’
মুমিনুল আরও বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ কারণ উনাকে দলে পেলে আমরা ভালো খেলার সুযোগ পাবো এবং টেস্ট সিরিজ জয়ের সুযোগ থাকবে। এটা খুবই ইতিবাচক যে, যে কোনো টেস্ট অধিনায়কের জন্য সাকিব ভাইকে (একাদশে) পাওয়া।
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট