৪ ম্যাচ আগেই সিপিএলের সেমিফাইনালের দল চূড়ান্ত

ক্রিকেট দুনিয়া September 4, 2020 6,435
৪ ম্যাচ আগেই সিপিএলের সেমিফাইনালের দল চূড়ান্ত

টি-২০ ক্রিকেটের রাজা যে উইন্ডিজরা সেই তাদের ঘরোয়া লীগই এবার ছিল নিরুত্তাপ। প্রত্যেকটি ম্যাচই প্রায় ছিল লো স্কোরিং। একটু ভাল করলেই জিতেছে দলগুলো। বেশিরভাগ ম্যাচই ছিল এক পাক্ষিক৷ যেকারণে গ্রুপ পর্বের ৪ ম্যাচ শেষ হওয়ার আগেই সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত হয়ে গেছে। বিদায় নিশ্চিত হয়ে গেছে দুই দলের।


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ২৬ টি। সবশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্বাডোস ও গায়ানা। এদিনও রান তুলতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়ন বার্বাডোস। গায়ানার কাছে হেরে যাওয়ায় বিদায় নিশ্চিত হয় তাদের।


দিনের আগের ম্যাচটিতে জিতলে টিকে থাকার সম্ভাবনা ছিল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টসের। কিন্তু বৃষ্টির কাছে হার মেনে বিদায় নিতে হয় তাদের। ম্যাচটিতে জ্যামাইকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করলেও বৃষ্টির বাঁধায় ৫.৪ ওভার পরেই খেলা বন্ধ হয়ে যায়। টানা বৃষ্টিতে ম্যাচটি শুরু আর সম্ভব হয়নি।


ফলে জ্যামাইকার সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় সেন্ট কিটসকে। আর এতেই বিদায় নিশ্চিত হয় তাদের। আর সেমিফাইনাল নিশ্চিত হয় জ্যামাইকার।


সিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অপরাজিত ত্রিণবাগো নাইট রাইডার্স। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ১০ পয়েন্ট নিয়ে তিনে সেন্ট লুসিয়া জুকস আর ৭ পয়েন্ট নিয়ে ৪ এ জ্যামাইকা তালাওয়াস।


সিপিএলে গ্রুপ পর্বের শেষ ৪ ম্যাচের মধ্যে দুই ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে টিকেআর – জুকস ও বার্বাডোস – জ্যামাইকা। শেষ দুই ম্যাচে ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে টিকেআর – এস টি কিটস ও জ্যামাইকা – জুকস।


৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। আর ১০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। - স্পোর্টসজোন২৪