করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ সাকিব আল হাসান

ক্রিকেট দুনিয়া September 4, 2020 1,174
করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ সাকিব আল হাসান

প্রায় ছয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে বুধবার ভোররাতে দেশের মাটিতে পা রাখেন সাকিব। দেশে ফেরার পরদিনই নিজের বনানীর বাড়ি থেকে ক’রোনা টেস্টের নমুনা দেন সাকিব৷ যার রিপোর্ট আজ হাতে পেয়েছেন টাইগার সুপার। যেখানে অনুমেয়ভাবে তার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে আগামীকালই অনুশীলনে নেমে পড়তে পারেন সময়ের সেরা এই অলরাউন্ডার।


বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সাকিবের বনানীর বাসা থেকে করো’না টেস্টের নমুনা নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার তার রিপোর্ট পেয়েছেন তিনি। পরীক্ষায় করো’না ধরা না পড়ায় সাকিব বিকেএসপিতে কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে কাল থেকে ব্যক্তিগত অনুশীলনে যোগ দিতে পারেন। সেখানে চার-পাঁচ সপ্তাহ নিবিড় অনুশীলন করে শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রস্তুত করবেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪