বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কিছুদিন আগে দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি। তখন থেকেই নতুন ব্যাটিং কোচের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলানকে টাইগারদের পরবর্তী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে ২০২০ সালের শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ব্ল্যাকক্যাপসদের হয়ে এক দশকের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ৮০০০ এর বেশি রান করেছেন তিনি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘খেলোয়াড় হিসাবে অবসর গ্রহণের পরে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং ও ফিল্ডিং কোচের ভূমিকা পালন করেছেন ম্যাকমিলান। এছাড়া ক্যানটারবুরি, মিডলসেক্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবকে কোচিং করিয়েছেন তিনি।’
আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। সেখানেই প্রাক-সফর শিবিরে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকমিলান। - ডেইলি বাংলাদেশ