টিয়ে পাখি !

পাঁচমিশালী কৌতুক April 28, 2016 1,480
টিয়ে পাখি !

এক তরুণী মেয়ে দোকানে গেল একটা কথা বলা টিয়ে পাখি কিনতে। দোকানদার একটা পাখির খুব প্রশংসা করল,এটা নাকি সব বুঝে , নিজে থেকেই অনেক কিছু শিখে নেয় । মেয়েটা খুশি হয়ে পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করল , "আচ্ছা আমাকে দেখে আমার সম্পর্কে কি মনে হয় তোমার?"

পাখিটা ঠাস করে বলে বসল, "বেশী সুবিধার না, বাজে মাইয়া!"

মেয়েতো পুরাই টাশকি খেয়ে গেল ! রেগেমেগে দোকানদারকে গিয়ে অভিযোগ করল ।


দোকানদার পাখিটাকে ধরে এক বালতি পানিতে কয়েকটা চুবানি দিল , এরপর জিজ্ঞেস করল,

"আর খারাপ কথা বলবি?"

পাখিটা ভালো মানুষের(!) মত মাথা নাড়ায় আর

বলে , "না না , আর বলব না"

মেয়েটা খুশি হয়ে আবার জিজ্ঞেস করে , মেয়েটা: "আচ্ছা আমি যদি রাতে ঘরে একজন পুরুষ নিয়ে ঢুকি , তুমি কি মনে করবে?"

পাখিটা: "তোমার স্বামী"

মেয়েটা: "যদি দুজনকে নিয়ে ঢুকি?"

পাখিটা: "তোমার স্বামী আর দেবর "

মেয়েটা: "যদি তিনজনকে নিয়ে ঢুকি?"

পাখিটা: "তোমার স্বামী , দেবর আর ভাই ।"

মেয়েটা: "যদি চারজনকে নিয়ে ঢুকি?"

পাখিটা দোকানদারকে চেঁচিয়ে ডাকল,

"ঐ মিয়া বালতি নিয়া আও ! আগেই কইছিলাম

এই মাইয়া সুবিধার না , বাজে মাইয়া!