তৃতীয় দল হিসেবে ইংল্যান্ড সফরে গেলো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া August 24, 2020 2,105
তৃতীয় দল হিসেবে ইংল্যান্ড সফরে গেলো অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই সবার আগে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে প্রথমে আমন্ত্রণ জানিয়েছিল তারা।


ক্যারিবীয়দের বিপক্ষে এরই মধ্যে শেষ করে ফেলেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ড গিয়েছিল পাকিস্তান। যাদের সঙ্গে এখন টেস্ট সিরিজ চলছে ইংলিশদের।


বাবর আজমদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর বসে থাকার সুযোগ নেই ইংলিশ ক্রিকেটারদের। কারণ, তৃতীয় দল হিসেবে এরই মধ্যে ইংল্যান্ড গিয়ে অপেক্ষা করতে শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।


সফরকালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্টিভেন স্মিথরা। রোববার দেশ ছেড়েছে অস্টেলিয়া ক্রিকেট দল।


আগামী ৪ সেপ্টেম্বর সাউদাম্পটনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। করোনার কারণে জৈব নিরাপত্তা বেষ্টনিতে সমস্ত প্রোটোকল মেনে এবং ফাঁকা গ্যালারিতেই অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলি। করোনার পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য রওয়ানা হলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল।


গত মার্চের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচ খেলার পরেই করোনার কারণে সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল। সিডনি ছাড়ার সময় স্মিথ বলেন, ‘পরিস্থিতি যাই হোক, আমি পুনরায় মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’


সূত্রঃ আমাদের সময়