শ্রীলঙ্কা সিরিজের জন্য ২০ সদস্যের দল নির্বাচন হয়ে গেছে : নান্নু

ক্রিকেট দুনিয়া August 23, 2020 41,542
শ্রীলঙ্কা সিরিজের জন্য ২০ সদস্যের দল নির্বাচন হয়ে গেছে : নান্নু

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সহ দেশের আরও কয়েকটি ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটাররা। প্রত্যেক সিরিজেই জাতীয় দলে দেখা যায় দুই একজন নিয়মিত মুখ। কিন্তু করোনা পরবর্তী সময়ে কারা খেলবে জাতীয় দলে?


যতটুকু জানা গেছে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলংকা উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই জাতীয় দলের জন্য ২০ সদস্যের প্রাথমিক স্কোয়ার তৈরি করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।


জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ বলেছেন, সম্ভাব্য দল নির্বাচন হয়ে গেছে। তারা আগামী মাসের প্রথম সপ্তাহে বোর্ডে দল জমা দিয়ে দেবেন। নান্নুর ইঙ্গিত, আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বরে মধ্যে হয়তো ২০ জনের দল ঘোষণা করে দেয়া হবে।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট