বাংলাদেশের টেস্ট দল ঘোষণা হবে শ্রীলঙ্কায় বসে

ক্রিকেট দুনিয়া August 21, 2020 1,549
বাংলাদেশের টেস্ট দল ঘোষণা হবে শ্রীলঙ্কায় বসে

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ টেস্ট দল এখনই ঘোষণা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দেয়া তথ্য মতে প্রাথমিকভাবে ২০-২২ জনের একটি দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে মুমিনুল হকরা। এরপর সেখান থেকেই আগামী মাসে বাছাই করা হবে সেরা স্কোয়াড।


তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখানকার পারফরম্যান্স বিচার বিশ্লেষণ করেই পরবর্তীতে বাছাই করা হবে টেস্ট স্কোয়াড।


এই প্রসঙ্গে নান্নু বলেছেন, জিম্বাবুয়ে সিরিজে আমরা শেষবারের মতো টেস্ট খেলেছিলাম, তারপর অনেকদিন ধরে আমাদের খেলা নেই। অনুশীলনের মধ্যেও নেই, তারপরও অভিজ্ঞতাটাকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি।


শ্রীলঙ্কা গিয়ে আমাদের অনেকগুলো প্রস্তুতি ম্যাচ আছে, ওইখানেই আমরা মূল স্কোয়াডটা ঘোষণা করব। এখান থেকে ২০-২২জন নিয়ে যাচ্ছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পুরো স্কোয়াডটা প্রস্তুত করব। এরপর সেখানে গিয়ে মূল স্কোয়াড দিব। - আমাদের সময়