সুনীল নারাইন ঝড়ে নাইটদের টানা দ্বিতীয় জয়

ক্রিকেট দুনিয়া August 21, 2020 9,049
সুনীল নারাইন ঝড়ে নাইটদের টানা দ্বিতীয় জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স ও জ্যামাইকা তালাওয়াস। আসরের প্রথম ম্যাচের ন্যায় এই ম্যাচেও সুনীল নারাইনের দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয় পেয়েছে নাইটরা। রাসেলের জ্যামাইকাকে ৭ উইকেটে হারিয়েছে পোলার্ডের নাইট রাইডার্স।


ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নাইট রাইডার্স। শুরু থেকে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১৩৫ রান করে জ্যামাইকা।


দলের পক্ষে সর্বোচ্চ রান করেন গ্লেন ফিলিপস। ৪ ছক্কা ও ৫ চারে ৪২ বলে ৫৮ রান করেন এই কিউই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এছাড়া জ্যামাইকার হয়ে রাসেন করেন ২৫ রান, আসিফ আলী ২২ ও রামাল লুইস করেন ১৫ রান।


১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নাইট রাইডার্স। প্রথম ম্যাচে ঝড়ো অর্ধশতক হাঁকানো নারাইন এই ম্যাচেও অর্ধশতকের দেখা পেয়েছেন।


২ ছক্কা ও ৭ চারে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেই সাথে মুনরোর ২ ছক্কা ও ৫ চারে ৪৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংসে সহজ জয় পায় নাইটরা।


• সংক্ষিপ্ত স্কোর-

জ্যামাইকা তালাওয়াস: ১৩৫/৮(২০)

ফিলিপস ৫৮, রাসেল ২৫

আলী ২/২৫, জয়ডেন ২/২১


ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৩৬/৩(১৮.১)

নারাইন ৫৩, মুনরো ৪৯*

মুজিব-উর-রহমান ১/১৩, এডওয়ার্ডস ১/১৯


ফলাফলঃ ৭ উইকেটে জয়ী ত্রিনবাগো নাইট রাইডার্স।

ম্যাচ সেরাঃ সুনীল নারাইন ৫৩; ১৯/১!


সূত্রঃ স্পোর্টসজোন২৪