ক’রোনা পরবর্তী প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হয়েছে গতকাল। আসরের তৃতীয় ম্যাচে আজ (১৯ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায় মাঠে নামছে জ্যামাইকা তালাওয়াস ও সেন্ট লুসিয়া জুকস।
জ্যামাইকা তালাওয়াসের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রভম্যান পাওয়েল। এছাড়া দলটিতে দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন ও ওশানে থমাসের মতো ক্রিকেটার। এছাড়া বিদেশিদের মধ্যে আছেন সন্দ্বীপ লামিচানে, গ্লেন ফিলিপস, আসিফ আলিরা।
অন্যদিকে সেন্ট লুসিয়া জুকসের অধিনায়কের দায়ভার ড্যারেন স্যামির কাঁধে। দলটিতে দেশিদের মধ্যে আছেন আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, রাখিম কর্নওয়ালরা। সেই সাথে বিদেশিদের মধ্যে বেশ পরিচিত ক্রিকেটারও আছে এই দলে। রাইলি রুশো, মোহাম্মদ নবি, কলিন ইনগ্রাম, অ্যানরিখ নর্টজেরা আছেন স্যামির নেতৃত্বাধীন দলে।
জ্যামাইকা তালাওয়াস স্কোয়াডঃ আন্দ্রে রাসেল, সন্দ্বীপ লামিচানে, কার্লোস ব্র্যাথওয়েট , রভম্যান পাওয়েল (অধিনায়ক) , তাব্রাইজ শামসি, গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক), চ্যাডউইক ওয়ালটন, ওশানে থমাস, আসিফ আলি, ফিদেল এডওয়ার্ডস, প্রিস্টন ম্যাকসুইন, আন্দ্রে ম্যাককার্থি, নিকোলাস কার্টন, জেভর রয়াল, রুমাহ বোনার, ভেরাসামি পেরমল ও রায়ান পারসদ।
সেন্ট লুসিয়া জুকস স্কোয়াডঃ ড্যারেন স্যামি (অধিনায়ক), রাইলি রুশো, মোহাম্মদ নবি, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, অ্যানরিখ নর্টজে, চেমার হোল্ডার, ওবেদ ম্যাককয়, রাখিম কর্নওয়াল, মার্ক দেয়াল, নুর আহমেদ, কিমানি মেলিয়াস, লেনিকো বাউচার (উইকেটরক্ষক), কাভিম হজ, জাভেল্লে গ্লেন ও সাদ বিন জাফর।
সূত্রঃ স্পোর্টসজোন২৪