আইপিএলের টাইটেল স্পন্সরশিপ থেকে ভিভো সরে যাওয়ার পর থেকেই নতুন স্পন্সরের খোঁজে ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভিভো সরে যাওয়ার সপ্তাহ দুয়েকের মাঝেই আইপিএলের এবারের আসরের টাইটেল স্পন্সরের নাম প্রকাশ করেছে তারা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট আইপিএলের নতুন স্পন্সর ফ্যান্টাসি গেমিং অ্যাপ ড্রিম ইলেভেন।
কিছুদিন আগে সীমান্তে সংঘর্ষের ফলে ভারত-চীন সম্পর্কের অবনতি হয়। তখন থেকেই চীনা পণ্য বর্জনের ডাক ওঠে সারা ভারতজুড়ে। এর ফলে শেষ পর্যন্ত চলতি মাসের ৪ তারিখ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সরশিপ থেকে সরে যায় চীনা প্রতিষ্ঠান ভিভো। তখন থেকেই নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজ শুরু করেছিল বিসিসিআই।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। বোর্ডের সঙ্গে ড্রিম ইলেভেনের চুক্তির মূল্য বাংলাদেশি মানে আড়াইশ কোটি টাকারও বেশি। এর আগে আইপিএলের অন্যতম পার্টনার ছিল সংস্থাটি।
টাইটেল স্পন্সরশিপের দৌড়ে ড্রিম ইলেভেনের সঙ্গে প্রতিযোগিতায় ছিল বাইজু, আন অ্যাকাডেমি, পতাঞ্জলি, টাটা ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠান। কিন্তু সেই সব সংস্থাকে পিছনে ফেলে এবারের মেগা টুর্নামেন্টের টাইটেল স্পনসরশিপ জিতে নিয়েছে ড্রিম ইলেভেন। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আসন্ন আইপিএলের বল গড়াবে। এই ইভেন্ট চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ