শ্রীলঙ্কা সিরিজের জন্য ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। এর আগে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে টাইগারদের করোনা পরীক্ষা। প্রত্যেক ক্রিকেটারের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। এরপর ক্রিকেটারদের নিয়ে ২১ সেপ্টেম্বর টিম হোটেলে উঠবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অবশ্য এর আগেই চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত দল নিয়ে ২৩ সেপ্টেম্বর শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ এই তথ্যগুলি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বললেন, ‘আমরা ১৮ সেপ্টেম্বর সবার বাসায় গিয়ে কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করব। তারপর আমরা ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তাভাবনা করছি। অনুশীলন করব আমরা ২১ তারিখ থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাব।’
সিরিজের প্রাথমিক দল ঘোষণা নিয়ে আকরাম জানালেন, ‘হয়ত ১০-১৫ তারিখের দিকে আমরা দল দিব। প্লেয়ারদের সংখ্যাটা আমরা বাড়াব। ২০-২২ জনের চিন্তাভাবনা করছি। কেননা কোভিড নিয়ে আমাদের মনে হচ্ছে যত সহজ সবাই ভেবেছে ততটা সহজ না।
অনেকগুলো পরীক্ষা আছে, অনেকগুলো অপশন আমরা ভেবেছি। এর মধ্যে পরীক্ষা হতেই থাকবে। দীর্ঘ সফর। করোনা পরীক্ষা কিন্তু ঘনঘন হবে। ১৮ তারিখ করব, ২১ তারিখ করব, যাওয়ার আগে করব। আবার সেখানে গিয়ে করবে। যতটুকু জানি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও ঘনঘন টেস্ট করাবে।’
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট