সিপিএলের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে পোলার্ড-ব্রাভোরা

ক্রিকেট দুনিয়া August 18, 2020 5,414
সিপিএলের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে পোলার্ড-ব্রাভোরা

ক’রোনা ভাইরাসের আবহে আজ মঙ্গলবার (১৮ অগাস্ট) থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।


ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা অলরাউন্ডার কাইরন পোলার্ড। দলটিতে দেশিদের মধ্যে আছেন ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, সুনীল নারাইন, লেন্ডল সিমন্স তারকারা। বিদেশিদের মধ্যে আছেন কিউই ওপেনার কলিন মুনরো, উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। এছাড়া জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও আছেন নাইট রাইডার্সে।


অন্যদিকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন প্রোটিয়া বোলিং অলরাউন্ডার ক্রিস গ্রিন। দলটিতে দেশি তারকাদের মধ্যে আছেন নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, কিমো পল, শেরফানে রাদারফোর্ডরা। এছাড়া বিদেশিদের মধ্যে আছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির, কিউই গ্রেটেস্ট ব্যাটসম্যান রস টেইলর, আফগানিস্তান স্পিনার কায়েস আহমেদ।


ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোয়াডঃ ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ড্যারেন ব্রাভো, লেন্ডল সিমন্স, খ্যারি পিয়েরে, টিম সেইফার্ট, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, প্রবীণ তাম্বে, জেদেন সিলস, আমির জাঙ্গু, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেইন ও মুহাম্মদ আলি খান।


গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সঃ ইমরান তাহির, নিকোলাস পুরান, ব্রেন্ডন কিং, রস টেইলর, শিমরন হেটমেয়ার, ক্রিস গ্রিন, কায়েস আহমেদ, কিমো পল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, নাভিন উল হক, চন্দরপাল হেমরাজ, কেভিন সিনক্লেয়ার, আশমেদা নেড, ওডিন স্মিথ, অ্যান্থনি ব্রাম্বেল ও জাসদ্বীপ সিং।


সূত্রঃ স্পোর্টসজোন২৪