মহেন্দ্র সিং ধোনি অবসর গ্রহণের পর থেকেই ক্রিকেট বিশ্ব তার স্তুতিতে ব্যস্ত। প্রায় সবারই বক্তব্যের একটা অংশ হচ্ছে এমএসডিকে মিস করবে আন্তর্জাতিক ক্রিকেট। তবে তার অবসর যে কারো কারো জন্য প্রশান্তির কারণ হতে পারে সেদিক নিয়ে কথা বলেছেন ডিন জোন্স। তার মতে, ধোনি অবসর নেয়ায় ভারতীয় ক্রিকেট দলের দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট ও কেএল রাহুল এখন শান্তিতে ঘুমাতে পারবেন।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ধোনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেই সবসময় খেলে এসেছেন। ফলে তরুণ দুই উইকেটরক্ষক-ব্যাটসম্যান পান্ট ও রাহুল কেউই এই জায়গায় সেভাবে সুযোগ পাননি। আবার সুযোগ পেলেও ব্যর্থ হলে জায়গা হারানোর ভয় অনেক বেশি ছিল। তবে ধোনির বিদায় এই শঙ্কাকে কমিয়ে দিয়েছে অনেকটাই।
এ ব্যাপারে জোন্স টুইটারে লিখেছেন, আমি বাজি ধরে বলতে পারি ধোনি অবসর নেয়ার পর রিশাভ পান্ট এবং কেএল রাহুল রাতে ঠিক মতো ঘুমাতে পেরেছে। সুযোগটা এখন দুজনের যেকোনো একজনের জন্য উন্মুক্ত। দ্রুতই এদের মাঝে কাউকে উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পাকা করে নিতে হবে।
ভারতের ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান রিশাভ পান্টের প্রতিভা নিয়ে কারো সন্দেহ নেই। তবে সুযোগ পেলেও জাতীয় দলে এখনো জায়গা পাকা করতে পারেননি তিনি। উইকেটের পেছনে দারুণ কাজ করলেও ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন পান্ট। - ডেইলি বাংলাদেশ