করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের মৃত্যু

দেশের খবর August 15, 2020 1,361
করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৬২৫ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন।


শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৫১টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১২ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৭ হাজার ৩৩৫ জন।


দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। - ডেইলি বাংলাদেশ