২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। অন্যদিকে ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সফর দিয়ে সাকিব ফিরবেন কি না সেটা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
সাকিবের ফেরা নিয়ে আপাতত আইসিসির দিকে তাকিয়ে বিসিবি। কেননা আইসিসির নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার একদিন আগেও দলের সাথে যোগ দিতে পারবেন না সাকিব। তবে আইসিসি যদি বিবেচনা করে সেই আশায় ক্রিকেট বোর্ড।
বুধবার অনুষ্ঠিত বোর্ড সভাতেও সাকিবের ব্যাপারে কথা উঠেছিল। কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারেনি তারা। এ নিয়ে সাকিবের সাথে না কি আলাপও করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমন টাই বলেছেন বিসিবি বস। তবে কি কথা হয়েছে সে ব্যাপারে বলেননি তিনি।
সাকিবকে দলের গুরুত্বপূর্ণ জানিয়ে বাংলাদেশের হেড কোচ ক্রিকইনফোকে বলেন, ‘সে (সাকিব) ততদিনে প্রস্তুত হয়ে যাবে। এই ব্যাপারে নির্বাচকদের সাথে কথা বলতে হবে।’
‘কিছু প্রক্রিয়া তো অবশ্যই আছে। সে আমাদের হয়ে খেলার আগে তাঁর অন্য কোথাও খেলার প্রয়োজন। যেকোনো ম্যাচই উপকারে আসবে।’ —সাথে যোগ করেন তিনি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪