এবার করোনা পজেটিভ হলেন মাশরাফির বাবা-মা

খেলাধুলার বিবিধ August 8, 2020 1,577
এবার করোনা পজেটিভ হলেন মাশরাফির বাবা-মা

করোনাভাইরাস বেশ জেঁকে বসেছে মাশরাফি বিন মর্তুজার পরিবার। মাশরাফি বিন মোর্তজার নিজের সহ তার সহধর্মিনী ছোটভাই শাশুড়ির পর এবার করোনা পজিটিভ হলেন মাশরাফি বিন মুর্তজার বাবা-মা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা রাসেল বিল্লাহ।


এবার মাশরাফির বাবা গোলাম মোর্তুজা স্বপন, মা হামিদা মোর্তুজা, মাশরাফির ছোট ভায়ের স্ত্রী এবং মামির শরীরেও বাসা বেঁধেছে করোনা ভাইরাস। রাসেল বিল্লাহ বলেন, ক্যাপ্টেনের বাবা, মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রীর করোনা পজিটিভ।


করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মোর্তুজা পরিবারের আত্মত্যাগ সবাই জানেন। দিনরাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। তিনি আরও বলেন, মাশরাফি পরিবারের চার সদস্যই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন। সবাই সুস্থ আছেন।


এছাড়াও করোনা পজেটিভ রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাধিক পরিবার। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের মা সহ বড় ভাই নাফিস ইকবাল করোনা পজেটিভ হয়েছিলেন। - বাংলাওয়াশক্রিকেট