২০২১ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (৭ আগস্ট) সভায় বসেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূলত এই দুই বিশ্বকাপের মধ্যে কোনটি অস্ট্রেলিয়ায় আর কোনটি ভারতে আয়োজন হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।
সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক থাকছে ভারত। আগামী বছরের অক্টোবর-নভেম্বরেই হবে টুর্নামেন্টটি, ফাইনাল ১৪ নভেম্বর। আগের সূচিতে আগামী বছর ভারতেই হওয়ার কথা ছিল বিশ্বকাপটি।
এ বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে পিছিয়ে যাওয়া বিশ্বকাপটি হবে অস্ট্রেলিয়াতে। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে বসবে আসরটি, ফাইনাল হবে ১৩ নভেম্বর। ২০ জুলাই বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল আইসিসি।
সূত্রঃ আমাদের সময়