এবারের আইপিএল আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আর আমিরাতের মাঠগুলির যা আকৃতি এবং পিচ যেরকম, তাতে বোলাররা সুবিধা পাবেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মাদের কাঁটায় কাঁটায় টক্কর দেবেন কাগিসো রাবাডা, জসপ্রীত বুমরাহরা। সেই সূত্রেই আইপিএলে সর্বাধিক উইকেট নেওয়া বিদেশি বোলারদের ক্রম তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।
লাসিথ মালিঙ্গা
শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার এখনও পর্যন্ত ১২২টি আইপিএল ম্যাচ খেলেছেন। ১৭০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ইনিংসে চার উইকেট ছয় বার নিয়েছেন মালিঙ্গা। পাঁচ উইকেট নিয়েছেন ১ বার। আইপিএলে মালিঙ্গার বোলিং ইকোনমি রেট ৭.১৪। আইপিএলে সর্বাধিক উইকেট নেওয়া বিদেশি বোলারদের ক্রম তালিকার শীর্ষ স্থানে রয়েছেন লঙ্কান কিংবদন্তি। দেশি এবং বিদেশিদের মিলিত তালিকাতেও পয়লা নম্বর স্থানেই রয়েছেন মালিঙ্গা।
ডোয়েন ব্রাভো
মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে ১৩৪টি ম্যাচ খেলে ১৪৭টি উইকেট নিয়েছেন ডোয়েন ব্রাভো। টুর্নামেন্টে দুই বার চার উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। আইপিএলে ব্রাভোর বোলিং ইকোনমি রেট ৮.৩৯। তিনি বিদেশি বোলারদের ক্রম তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। মিলিত তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ব্রাভো।
সুনীল নারিন:
ওয়েস্ট ইন্ডিজের মিস্ট্রি স্পিনার সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে ১১০টি ম্যাচ খেলে ফেলেছেন। ১২২টি উইকেট রয়েছে ক্যারিবিয়ান বোলারের ঝুলিতে। টুর্নামেন্টে চার উইকেট ৬ বার এবং পাঁচ উইকেট এক বার নিয়েছেন নারিন। আইপিএলে সর্বাধিক উইকেট নেওয়া বিদেশি বোলারদের ক্রম তালিকার তৃতীয় এবং মিলিত তালিকার অষ্টম স্থানে রয়েছেন সুনীল। আইপিএলে তাঁর বোলিং ইকোনমি রেট ৬.৬৭।
ডেল স্টেইন:
আইপিএলে এখনও পর্যন্ত ৯২টি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদবন্তি ডেল স্টেইন। টুর্নামেন্টে তিনি ৯৬টি উইকেট নিয়েছেন। তালিকার চতুর্থ স্থানে থাকা স্টেইনের বোলিং ইকোনমি রেট ৬.৭৬।
উল্লেখ্য, বাংলাদেশের সাকিব আল হাসান আইপিএলে কলকাতা ও হায়দরাবাদের হয়ে ৬৩ টি ম্যাচ খেলে ৫৯ টি উইকেট শিকার করেছেন। - স্পোর্টসজোন২৪