অবশেষে চীনের ভিভোকে নিয়েই মাঠে গড়াচ্ছে আইপিএল

ক্রিকেট দুনিয়া August 3, 2020 2,670
অবশেষে চীনের ভিভোকে নিয়েই মাঠে গড়াচ্ছে আইপিএল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের পর থেকে আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার আইপিএল আয়োজনে বিসিসিআইকে সবুজ সংকেত দিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে চীনের কোম্পানি সেই ভিভো।


আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক মিটিংয়ের পর এমনটাই জানানো হয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে হতে যাচ্ছে আইপিএল। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।


আইপিএলের মেজর স্পন্সরগুলিও থাকছে আগের মতোই, চায়নাভিত্তিক মোবাইল ফোন কোম্পানি ভিভোকে নিয়ে কথা উঠলেও টাইটেল স্পন্সরশিপ থাকাছে তাদেরই।


প্রতি দলকে সর্বোচ্চ ২৪ জনের স্কোয়াডের সদস্যসংখ্যা বেঁধে দেয়া হয়েছে। তবে কোভিড-১৯ বদলি প্রয়োজনমতো যে কোনো সংখ্যক করা যাবে। - ডেইলি বাংলাদেশ