আইসিএল কান্ড নিয়ে মুখ খুললেন আশরাফুল

ক্রিকেট দুনিয়া July 30, 2020 2,712
আইসিএল কান্ড নিয়ে মুখ খুললেন আশরাফুল

কদিন আগে নিজের ফেসইবুক পেজে ‘আইসিএল দ্য আন্টোল্ড ট্রুথ শিরোনামে’ ভিডিও আপলোড করেন শাহরিয়ার নাফিস। যেখানে তিনি বলেন, আইসিএলে খেলতে গেলে যে নিষেধাজ্ঞা পেতে হবে এমনটা তিনি জানতেন না।


নাফিসের ভাষ্য ছিল, ‘আমরা যখন আইসিএলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, ঐ মুহূর্তে কোনো দেশের ক্রিকেট বোর্ডই আইসিএলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি। বাংলাদেশ, ভারত বা আইসিসি- কেউই এটিকে নিষিদ্ধ করেনি। হ্যাঁ আইসিসি এটাকে স্বীকৃতি দেয়নি, এটি তখন অস্বীকৃত একটি টুর্নামেন্ট ছিল।’


‘এ জিনিসটা আমার মাথায় ছিল যে, নিষিদ্ধ টুর্নামেন্ট এবং অস্বীকৃত টুর্নামেন্টের মধ্যে পার্থক্য আছে। উদাহরণ হিসেবে বলা যায়, দেশে বিসিবির অধীনে হয় ঢাকা প্রিমিয়ার লিগ। এর বাইরে আমরা অনেক খ্যাপ খেলতে যাই বিভিন্ন বিভাগীয় শহরে।


সেগুলো কিন্তু স্বীকৃত নয়। আবার নিষিদ্ধও নয়। তো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিএলকে নিষিদ্ধ করেনি, তাই ক্যারিয়ার শেষ হয়ে যাবে বা বাংলাদেশ জাতীয় দলে আর খেলতে পারব না- এমন চিন্তা কখনও মাথায়ই আসেনি।’


সম্প্রতি ডেইলি স্টারের ফেইসবুক পেজে এক লাইভে আসেন আশরাফুন। সেখানে উপস্থাপক তাকে, শাহরিয়ার নাফিসের এমন কথা বলা প্রসঙ্গে জানতে চান। আশরাফুল জানান এমন কথা সত্য নয়। বরং সব জেনেই আইসিএলে গিয়েছিলেন তারা।


আশরাফুল বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে যে, নাফিস বলেছেন তারা না কি জানতোনা যে এই জায়গায় খেলতে গেলে নিষিদ্ধ হতে হবে। এটা আসলে তারা কিভাবে জানতোনা এটা আমি বুঝতেছিনা। কারণ, আমি কিন্তু জানতাম ওখানে গেলে নিষেধাজ্ঞা আছে।


সেকারণে কিন্তু সবাইকে বলা হয়েছে তোমরা যাবা কি না, যদি যাও তবে কিন্তু আর বাংলাদেশ দলে খেলা হবেনা। তোমাকে এখানে বাদ দিয়েই কিন্তু যেতে হবে। রিটায়ারম্যান্ট লেটারও কিন্তু জমা দিতে হয়েছিল। তো তারা কিভাবে জানতোনা এই জিনিসটা আসলে আমি ক্লিয়ার না।’


‘শাহরিয়ার নাফিসকেও আমি বলেছিলাম যে, দোস্ত তুই যাবি কি না? সে দুই তিন মিনিট চিন্তা করে বলেছিল, না যাবোনা। যেহেতু এখানে নিষেধাজ্ঞা আছে। তাই যাবোনা। তখন, আমি তাকে বলেছি, খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু পরে দেখলাম সেও গিয়েছে।’


‘সে সময় আমাকে দিয়েই সবাইকে প্রস্তাব দেওয়া হয়েছিল৷ যেহেতু আমি অধিনায়ক ছিলাম। তবে পরে যে দলটা গিয়েছিল সেই দলের পাঁচ-ছয় জনের সাথে আমার কথা হয়নি।


কারণ তারা সাবেক ক্রিকেটার ছিল। কিন্তু যাওয়ার পরে পুরো নাম হলো, আশরাফুল টিম করেছেন। আমি বলব, যারা গিয়েছ সৎ সাহসে সত্য কথা বলা উচিত।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪