মূলত ব্যাটসম্যান হিসেবেই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে চেনেন সবাই। এছাড়া দলের প্রয়োজনে এর আগে অনেকবারই বল করেছেন তিনি। তবে ভারতের হয়ে কোহলি উইকেটকিপিং করেছেন এটা কয়জন জানেন? তাও আবার বাংলাদেশের বিপক্ষে! গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে কিছুটা ভয়ও পেয়েছিলেন সময়ের সেরা এই ব্যাটসম্যান।
সময়টা ২০১৫ সাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। সিরিজের প্রথম ম্যাচের ৪৪তম ওভারে ধোনির বদলে কিছুটা সময় কিপার ছিলেন কোহলি। সম্প্রতি সতীর্থ মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এক আড্ডায় সেই সময়ের বর্ণনা দিয়েছেন বর্তমান ভারতীয় অধিনায়ক। জানিয়েছেন, উইকেটকিপিং যে কতটা কঠিন সেটা সেদিনই বুঝেছিলেন।
এ ব্যাপারে কোহলি বলেন, ‘মাহি (ধোনি) ভাই আমাকে দুই কিংবা তিন ওভার উইকেটকিপিং করতে বলেছিল। আমি শুধু উইকেটের দিকে নজর দিচ্ছিলাম এবং ফিল্ডিং ঠিক করছিলাম। তখন আমি বুঝতে পারলাম তিনি (ধোনি) যখন মাঠে থাকেন তখন অনেক কিছু খেয়াল রাখেন। কারণ কিপিং করার সময় তাকে প্রতিটি বলে ফোকাস করতে হয় এবং ফিল্ডিং সাজাতে হয়। আমার কিপিং করাটা ছিল নিছক মজা।’
কোহলি উইকেটকিপার থাকার সময় বোলার ছিলেন পেসার উমেশ যাদব। উইকেটের পেছনে বল লুফে নিতে গিয়ে তাকে রীতিমত সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে ফ্লাডলাইটের নিচে পরিষ্কারভাবে দেখতে পারছিলেন না কোহলি। এ ব্যাপারে তিনি বলেন, ‘যাদব যখন বোলিংয়ে আসে তখন আমি গ্লাভস পড়লাম। এটা অবশ্য মজার কোনো ব্যাপার ছিল না।’
কোহলি যোগ করেন, ‘বল ততক্ষণে অনেক পুরনো হয়ে গিয়েছিল। ফ্লাডলাইটের নিচে সেটা লুফে নিতে বেশ বেগ পাচ্ছিলাম আমি। কখনো তো মনে হয়েছে এটা (বল) আমার চোয়ালে আঘাত করবে। একসময় আমি একটি হেলমেট পড়ে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু সেটি অনেক লজ্জার হতো।’
সূত্রঃ ডেইলি বাংলাদেশ