আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। দুবাই, শারজাহ এবং আবুধাবি এই তিন ভেন্যুতে ৫১ দিনব্যাপী আইপিএলের ৬০টি ম্যাচ হবে। এবারের আসরে ফিক্সিং করা কঠিন হবে বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিট এসিইউ।
শুরু থেকেই আইপিএলের বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এর আগে ফিক্সিংকাণ্ডে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে নিষিদ্ধ করা হয়েছিল। নিজ দেশে ফিক্সিং রোধ কঠিন হলেও আরব আমিরাতে এটা সহজ হবে বলেই মনে করছে এসিইউ। সংস্থাটির মতে, এবারের আসর কেবল তিনটি ভেন্যুতে সীমাবদ্ধ থাকায় খেলোয়াড়দের গতিবিধির ওপর নজর রাখা সহজ হবে।
সম্প্রতি এসিইউ প্রধান অজিত সিং স্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে মাত্র তিনটি ভেন্যু রয়েছে। এতে এসিইউ-এর কার্যক্রম পরিচালনা করা অনেক সহজ হবে। চূড়ান্ত সময়সূচী প্রকাশের পর আমরা আমাদের সিদ্ধান্ত নেব।’
তিনি আরো বলেন, ‘কী কী জৈব-সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হবে সেটা আগে আমাদের খতিয়ে দেখা দরকার। এ কারণে আমরা কী ব্যবস্থা নেব সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। প্রথমে আমাদের দেখতে হবে যে কীভাবে জিনিসগুলো সেখানে রূপ নিচ্ছে। আমরা সেই অনুযায়ী আমাদের কর্মী মোতায়েন করব।’
সূত্রঃ ডেইলি বাংলাদেশ