ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবে পিসিবি

ক্রিকেট দুনিয়া July 26, 2020 1,548
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবে পিসিবি

চলতি বছর তিন দফায় পাকিস্তান সফরে যাবার কথা ছিল বাংলাদেশের। যার দুই দফা সম্পন্ন হলেও তৃতীয় দফায় বাধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস। মরণঘাতী এই ভাইরাসের প্রকোপে বাতিল হয়ে যায় সিরিজটির তৃতীয় ধাপ।


সিরিজের তৃতীয় ধাপ অনুষ্ঠিত না হলেও দুই ধাপে সিরিজ আয়োজন করে বাংলাদেশকে আতিথ্য দিয়ে আত্মবিশ্বাস বেড়েছে পাকিস্তানের। যা কাজে লাগিয়ে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে নিজেদের দেশে আমন্ত্রণ জানাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


সম্প্রতি স্থানীয় গণমাধ্যমের কাছে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। সফলভাবে বাংলাদেশ এবং শ্রীলংকা সিরিজ আয়োজন করায় পিসিবি এখন চাইছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষের সিরিজ আয়োজন করতে। – ক্রিকফ্রেঞ্জি


সূত্রঃ আমাদের সময়