অবশেষে পাঁচ ক্রিকেটারসহ লাইভে আসছেন সাকিব

ক্রিকেট দুনিয়া July 25, 2020 7,530
অবশেষে পাঁচ ক্রিকেটারসহ লাইভে আসছেন সাকিব

করোনার এই সময়ে ক্রিকেটভক্তদের জন্য আনন্দের উপলক্ষ হয়ে এসেছিল তামিম ইকবালের লাইভ শো। দেশ-বিদেশের অনেক ক্রিকেটারই তার এই আড্ডায় এলেও আসেননি সাকিব আল হাসান। অবশেষে ভক্তদের আক্ষেপ মিটছে। এবার ফেসবুক লাইভে আড্ডা দিতে আসছেন টাইগার অলরাউন্ডার।


অবশ্য তামিমের লাইভের আসছেন না সাকিব। বলা বাহুল্য, মাস দুয়েক আগেই দেশসেরা ওপেনার জানিয়েছেন, তিনি আর লাইভ শো করবেন না। মিস্টার অলরাউন্ডার লাইভে আসছেন নিজের রেস্টুরেন্টের পক্ষ থেকে। তার সঙ্গে যোগ দেবেন আরো চার ক্রিকেটার।


সাকিব ছাড়া এই লাইভের বাকি চারজন ক্রিকেটার হলেন ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ। আগামী ২৭ জুলাই রাত আটটায় সাকিব’স ৭৫ রেস্টুরেন্টের পেজ থেকে এই লাইভটি সরাসরি সম্প্রচার করা হবে।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ