পিএসএলের জন্য পিছিয়েছে ওয়ানডে বিশ্বকাপ!

ক্রিকেট দুনিয়া July 23, 2020 3,433
পিএসএলের জন্য পিছিয়েছে ওয়ানডে বিশ্বকাপ!

করোনাভাইরাসের কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে পিছিয়ে দেয়া হয়েছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময়ও। ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, পাকিস্তান সুপার লিগ তথা পিএসএলের জন্যই এই আসরটি পিছিয়ে দেয়া হয়েছে।


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল, যা নতুন সূচিতে এক বছর পিছিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হবে। অবশ্য ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেনি আইসিসি।


তবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতেই হবে এটা নিশ্চিত। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএল আয়োজন করতে চায়।


এই কারণে পিসিবি প্রধান এহসান মানি ওয়ানডে বিশ্বকাপের সময়কাল ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে অক্টোবর-নভেম্বরে করার দাবি তোলেন। শেষ পর্যন্ত এই দাবি মেনেই ২০২৩ বিশ্বকাপের দিনক্ষণ পরিবর্তন করা হয়।


এর আগে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ায় সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ভারতের দোষ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘গোল্লায় যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল-এর যেন ক্ষতি না হয়।’


কিন্তু এবার দেখা গেল, পাকিস্তানের পিএসএলের জন্য আট মাস পিছিয়ে দেয়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটটা যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর হাতে বন্দী সেটাই যেন আরেকবার প্রমাণিত হল। - ডেইলি বাংলাদেশ