নাফিসকে আইসিএলে খেলার প্রথম প্রস্তাব দিয়েছিলেন আশরাফুল

ক্রিকেট দুনিয়া July 22, 2020 7,886
নাফিসকে আইসিএলে খেলার প্রথম প্রস্তাব দিয়েছিলেন আশরাফুল

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ২০০৮ সাল একটা কালো অধ্যায় হিসেবেই পরিচিত। সে বছর নিষিদ্ধ টুর্নামেন্ট ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলতে যান দেশের ১৪ জন ক্রিকেটার। প্রথমে তাদের সবাইকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১০ বছরের জন্য নিষিদ্ধ করে। অবশ্য কিছুদিন পর নিষেধাজ্ঞার মেয়াদ শিথিল করে বিসিবি। সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন সেসময় আইসিএল খেলতে যাওয়া শাহরিয়ার নাফিস।


আইসিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের অনেকেই এখনো ক্রিকেট খেলছেন। এছাড়া অনেকে জড়িয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকান্ডেও। মঙ্গলবার একটি ভিডিওবার্তায় আইসিএলে নিজের যাওয়ার প্রসঙ্গে কথা বলেন নাফিস। সেখানেই পরোক্ষভাবে তিনি জানিয়েছেন, তৎকালীন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কাছ থেকেই প্রথমবার আইসিএলের প্রস্তাব পেয়েছিলেন।


এ প্রসঙ্গে নাফিস বলেন, ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) আমরা ২০০৮ সালে যোগ দেই। তবে এটা তার আগের বছরই শুরু হয়েছিল। পত্র পত্রিকাতে এ ব্যাপারে কিছুটা পড়েছিলাম, এছাড়া টিভির পর্দায়ও কিছু খেলা দেখেছিলাম।


বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক যোগ করেন, আমরা সম্ভবত পাকিস্তানে এশিয়া কাপ বা দ্বিপাক্ষিক সিরিজের জন্য অনুশীলন করছিলাম। তখন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আমার ভালো বন্ধু ছিল। সে এসে আমাকে বললো, “দোস্ত, তোর কাছে যদি বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার ব্যাপারে প্রস্তাব আসে তবে তুই কি করবি?”


খেলতে যাওয়ার কারণ ব্যাখ্যা করে নাফিস বলেন, প্রশ্নটা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম। কিছুক্ষণ চিন্তা করে আমি আশরাফুলকে বলেছিলাম, এরকম কোনো প্রস্তাব আসলে আমি বিবেচনা করবো না কারণ এই ব্যাপারে আমি কিছু ভাবছি না। তাই এসব নিয়ে চিন্তাই করতে চাই না। তবে এর পরবর্তী দুই-তিন মাসের ঘটনা প্রবাহ আইসিএলের ব্যাপারে চিন্তা ভাবনা করতে আমাকে বাধ্য করে।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ