এবারের আইপিএল আরব আমিরাতে; জানালেন গভর্নিং চেয়ারম্যান

ক্রিকেট দুনিয়া July 21, 2020 2,413
এবারের আইপিএল আরব আমিরাতে; জানালেন গভর্নিং চেয়ারম্যান

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে যাচ্ছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর নিশ্চিত করেছেন আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।


আইপিএলের চূড়ান্ত ঘোষণা আটকে ছিল বিশ্বকাপ স্থগিতের অপেক্ষায়। অক্টোবর-নভেম্বর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে আইসিসি। তাই আইপিএল সূচি চূড়ান্ত করা এখন সময়ের ব্যাপার মাত্র।


সবশেষ খবর অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে আইপিএলের একটি সম্ভাব্য ছক কষেছে ভারতীয় বোর্ড। সবশেষ গত শুক্রবার আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সভায় বসেছিল বিসিসিআইর অ্যাপেক্স কাউন্সিল।


সেখানে পুরো আইপিএল আরব আমিরাতে করার ব্যাপারে আলোচনা হয়। বিসিসিআই অবশ্য ভারতেই আইপিএল করার চিন্তা করেছিল। কিন্তু ভারতে ক’রোনাভাইরাস পরিস্থিতি চরম অবনতি হতে থাকায় সেই চিন্তা আর এগুচ্ছে না।-আইপিএল ওয়েব, আমাদের সময়