বলে ‘থুথু’ লাগিয়ে ৫ রান জরিমানা গুনলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া July 19, 2020 5,094
বলে ‘থুথু’ লাগিয়ে ৫ রান জরিমানা গুনলো ইংল্যান্ড

ক’রোনা পরবর্তী ক্রিকেটে যে বোলারদের কঠিন পরীক্ষা দিতে হবে, সেটি আগেই বোঝা গিয়েছিল। সাউদাম্পটন টেস্টে সেটির প্রমাণ কিছুটা দেখাও গেছে। বলে থুতু বা লাল না ব্যবহার করতে পারায় পুরোনো বলে বোলারদের উইকেট বের করতে ঘাম ছুটে গেছে।


এবার ওল্ড ট্রাফোর্ড টেস্টে একবার নয় টানা তিনবার ভুল করে বসলেন ইংলিশ ওপেনার সিবলি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৪১তম ওভার শেষে দেখা গেল দৃশ্যটা। যার কারণে ৫ রান জরিমানা করেছেন দায়িত্ব প্রাপ্ত দুই আম্পায়ার। পরবর্তীতে বল জীবাণুমুক্ত করছেন মাঠের দুই আম্পায়ার।


ক’রোনাকালের ক্রিকেটের এই দৃশ্যই প্রথম। আর প্রথম জরিমানা গুণছেন ইংল্যান্ডের। তবে সিবলি এটা প্রথম করছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।


যদি কোন কারণে ইচ্ছে করে এই কাজ করে তাহলে শাস্তির মুখোমুখিও পড়তে হবে তাকে। কিন্তু অসাবধানতাবশত কাজটি করে বসার কথা তিনি স্বীকার করেন।


প্রসঙ্গত যে, বলে বাড়তি সুবিধা পেতে বলে থুতু ব্যবহার করতেন বোলাররা। ক’রোনারোধে থুতু অথবা লালা ব্যবহার নিষিদ্ধ হয়েছে। তবে ঘাম ব্যবহারে নিষেধাজ্ঞা নেই।


যদি কোনও খেলোয়াড় ভুল করে থুতু বা লালা ব্যবহার করে থাকে আম্পায়ারদের পক্ষ থেকে দুইবার সতর্ক করা হবে। তৃতীয়বার একই ভুল করলেই পাঁচ রান পেনাল্টি দেয়া হবে। -স্পোর্টসজোন২৪