করোনা পজিটিভ সাকিব আল হাসানের বাবা

খেলাধুলার বিবিধ July 19, 2020 1,975
করোনা পজিটিভ সাকিব আল হাসানের বাবা

কিছুদিন আগেই পরিবারসহ করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন নাফিস ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজার পরিবার। দুই দিন যেতে না যেতেই আবার করোনা আঘাত হানলো ক্রিকেটারদের পরিবারে। এবার করোনা পজিটিভ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা।


সাকিবের বাবা সোনালী ব্যাংক, মাগুরা শাখায় কর্মরত। সম্প্রতি, তার বেশ কিছু সহকর্মী করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হন। কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনা টেস্ট করতে দেন মাশরুর রেজা। আজ ফলাফল হাতে পান, যেখানে তিনি করোনা পজিটিভ প্রমাণিত হন।


এছাড়াও করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর থেকে দুঃস্থ-অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন সাকিব আল হাসান, নিজের গড়া দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে।


নিজের পরিবারে করোনার সংক্রমণ ছিল না এতদিন। এবার করোনা হানা দিয়েছে সাকিবের পরিবারে। করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন সাকিব আল হাসানের বাবা। -বাংলাওয়াশক্রিকেট