বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েই আর্চারের এই হাল!

ক্রিকেট দুনিয়া July 17, 2020 2,986
বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েই আর্চারের এই হাল!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পাননি ইংলিশ পেসার জোফরা আর্চার। করোনা-বিধি ভঙ্গ করায় একাদশ থেকে জায়গা হারান তিনি। প্রথমে গণমাধ্যমে নিজের বাসায় যাওয়ার কথা দাবি করলেও ব্রিটিশ এক ট্যাবলয়েড জানিয়েছে, বান্ধবী ড্রুয়ানা বাটলারের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন আর্চার।


করোনাকালীন নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার কোনোভাবেই দলের বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট শেষে গত সোমবার সেখান থেকে ম্যাঞ্চেস্টারের উদ্দেশ্যে রওনা দেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা।


একসঙ্গে ভ্রমণে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় ক্রিকেটারদের নিজেদের গাড়িতে করে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল। তবে শর্ত দেয়া হয়, কেউ অন্য কোথাও যাবেন না। এমনকি বাইরের কারো সঙ্গে দেখা করা বা কাউকে তাদের কাছে আসতে দেয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়।


তবে এতকিছুকে মানতে চাননি আর্চার। তাই নিয়ম ভেঙে তিনি গাড়ি ঘুরিয়ে বান্ধবীর বাড়িতে চলে গিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, রাস্তা বদল করে প্রায় ১০০ কিলোমিটার দূরে বান্ধবীর বাড়িতে গিয়ে সময় কাটিয়ে তারপরই আর্চার ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগ দেন।


ইংল্যান্ডের প্রতিটি ক্রিকেটারকেই একটি করে ‘জিপিএস ট্র্যাকার’ দেয়া হয়েছে। এর সাহায্যে সবার গতিবিধি নজরে রাখা হয়। এখানেই আর্চার ধরা পড়েন বলে জানা গেছে। অবশ্য সব দোষ স্বীকার করার পর আর্চারকে আইসোলেশনে রাখা হয়েছে। দুইবার করোনা পরীক্ষা দিয়ে পাস করলে তারপরই দলে সুযোগ পাবেন তিনি।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ