ম্যাচের আগে বাড়ি গিয়ে তোপের মুখে জোফরা আর্চার

ক্রিকেট দুনিয়া July 17, 2020 6,231
ম্যাচের আগে বাড়ি গিয়ে তোপের মুখে জোফরা আর্চার

হয়তো সরল ভাবনায় ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে নিজ বাড়িটা দেখে আসতে চেয়েছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা পেসার জোফরা আর্চার। কিন্তু এমনটা করা যে পুরো দল তথা চলতি সিরিজটির জন্যই ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে, সেটি ভাবেননি ক্যারিবীয় বংশোদ্ভূত এ পেসার।


যার ফলে দলে জায়গা হারানো ছাড়াও সাবেক অধিনায়কদের তোপের মুখে পড়েছেন তিনি। সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট খেলার পর বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডে। কথা ছিল পুরো সিরিজে দলের জন্য করা ‘বায়ো সিকিউর বাবল’ ছেড়ে যেতে পারবে না কোন খেলোয়াড় ও টিম স্টাফ।


কিন্তু দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন অর্থাৎ বুধবার নিজের বাড়িতে গিয়েছিলেন আর্চার। যার ফলে দ্বিতীয় ম্যাচের দল থেকে তাকে বাদ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং পাঠিয়েছে পাঁচ দিনের কঠোর আইসোলেশনে। এ সময়ের মধ্যে দুইবার করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।


শুধু দল থেকে বাদ পড়েই রেহাই পাচ্ছেন না আর্চার। দলের করোনা বিধি ভঙ্গ করার দায়ে সাবেক অধিনায়কদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। মাইক আদারটন, নাসের হুসাইন, অ্যাশলে জাইলসের মতো সাবেক তারকা ক্রিকেটাররা রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আর্চারকে। - জাগো নিউজ২৪