ক্ষমা চেয়েও পার পেলেন না আর্চার; দল থেকে বাদ

ক্রিকেট দুনিয়া July 16, 2020 19,483
ক্ষমা চেয়েও পার পেলেন না আর্চার; দল থেকে বাদ

আজ (১৬ জুলাই) বিকেলে ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ৷ কিন্তু এর কয়েকঘন্টা আগে খবর এলো ইংল্যান্ড দল থেকে বাদ পেসার জোফরা আর্চার। মূলত ক’রোনার স্বাস্থ্যবিধি প্রোটকল নিয়ম ভাঙার কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে।


ক’রোনার মধ্যেই অনেকটা সাহসিকতার সাথেই সর্বপ্রথম ক্রিকেট চালু করে ইংল্যান্ড। বিভিন্ন শর্ত আর নিয়ম মেনে ক্রিকেট চালু করে তারা। কড়া নিয়মকানুনের মাধ্যমেই শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট। আজ বিকেলে শুরু হবে দ্বিতীয় টেস্ট।


এই ম্যাচকে সামনে রেখে গতকাল ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। যেখানে ছিলেন আগের টেস্টে দারুণ বোলিং করা পেসার জোফরা আর্চার। তবে ম্যাচ শুরুর কয়েকঘন্টা আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছেন ‘বায়ো সিকিয়র’ নিয়ম ভঙ্গ করায় এই ম্যাচে থাকছেননা ক্যারীবীয়ান বংশদ্ভূত এই ক্রিকেটার।


ক’রোনা পরিস্থিতির কথা বিবেচনা করা ইংল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজ পুরো সিরিজটিই হচ্ছে জৈব সুরক্ষা নিয়মের মাধ্যমে। যেখানে সব ক্রিকেটার, কোচি স্টাফ, সংবাদকর্মী সবার জৈব সুরক্ষা নিয়ম মানতে হচ্ছে। যেকেউ এই নিয়ম ভাঙলে থাকতে হবে আইসোলেশনে। ক্যারিবিয়ান কোচকেও এই নিয়ম মানতে হয়েছিল। সেই নিয়মানুযায়ী আগামী ৫ দিন আইসোলেশনে থাকতে হবে আর্চারকেও। সেই সাথে তার ক’রোনা পরিক্ষাও করা হবে।


এদিকে দলের ক’রোনাভাইরাস প্রটোকল ভাঙায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন আর্চার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা সেই বিবৃতিতে আর্চার বলেন, ‘আমি যা করেছি, তার জন্য অত্যন্ত দুঃখিত।


আমি কেবল আমাকে নয়, পুরো দল এবং ম্যানেজমেন্টকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। এই কাজের জন্য দল আমায় নিয়ে যা সিদ্ধান্ত নিবে সেটি আমি মেনে নিবো। আর আমি বায়ো সিকিউর পরিবেশে থাকা সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪