দ্বিতীয় বার বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন

খেলাধুলার বিবিধ July 12, 2020 11,802
দ্বিতীয় বার বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন

আবু জায়েদ রাহীর পর এবার ক’রোনার মধ্যেই বিয়ের পীড়িতে বসলেন বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। তার স্ত্রীর নাম উম্মে তামান্না।


করোনাভাইরাস সংকটের কারণে ঘরোয়া পরিসরে শনিবার (১১ জুলাই) ময়মনসিংহে পারিবারিক ভাবে দুপক্ষের উপস্থিতে বিয়ে সম্পন্ন হয় মোসাদ্দেকের।


অবশ্য এইটা তার দ্বিতীয় বিয়ে, তার আগে বিয়ে করেছিলেন তার নিজ মামাতো বোনকে। ২০১২ সালে মাত্র ১৬ বছর বয়সে খালাতো বোন সামিয়া শারমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।


তবে মাকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগে গত বছর স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক।। প্রায় একবছর পর দ্বিতীয় ঘর বাঁধলেন এই অলরাউন্ডার। -স্পোর্টসজোন২৪