বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ থেকেই খেলতে পারবেন সাকিব

ক্রিকেট দুনিয়া July 11, 2020 4,647
বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ থেকেই খেলতে পারবেন সাকিব

জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখা কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ২৯ অক্টোবর থেকে সবধরনের ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন সাকিব আল হাসান। তবে সাকিব ভক্তদের জন্য খুশীর খবর এই যে এর আগে কোন আন্তর্জাতিক ম্যাচে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।


ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে বাংলাদেশের অনেকগুলি সিরিজ। সর্বশেষ স্থগিত হয়েছে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে।


আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম এ অনেকগুলি সিরিজ হয়েছে বাংলাদেশের। ধারণা করা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের দিয়ে বাংলাদেশ মাঠে গড়াতে পারে ক্রিকেট ম্যাচ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাংলাদেশকে অনেক দিন অপেক্ষা করতে হবে।


এ বছরের শেষের দিকে ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশের হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। আর এই সিরিজে খেলতে পারবেন সাকিব আল হাসান।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট